অ্যাসাইনমেন্ট : গ্রামের শিক্ষিত যুবক জহির ভালাে বীজ উৎপাদনের জন্য সিদ্ধান্ত নিলেন। এজন্য তিনি মানসম্মত বীজ উৎপাদনের কৌশল অবলম্বন করলেন উপরেও তথ্যের আলােকে নিচের প্রশ্নগুলাের উত্তর দাও।
১। মানসম্মত বীজ উৎপাদনের জন্য জহিরকে যে সকল শর্ত পালন করতে হবে। সেগুলাের নাম উল্লেখ কর।
২। জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণ কী ?
৩। তিনি কী কারণে রগিং করেছিলেন ?
৪। ভালো ফসল উৎপাদনের জন্য জহির কোন ধরনের বীজ ব্যবহার করবেন ?
৫। মৌল ওভিত্তি বীজের পার্থক্য কী ?
উত্তর শুরুঃ
জহিরের বীজ ফসলের জমি পৃথক রাখার কারণঃ
বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে রাখার নামই পৃথকীকরণ। জহিরের বীজ ফসলের জমিকে অবীজ ফসলের জমি থেকে নিরাপদ দূরত্বে পৃথক রাখার কারণ হচ্ছে এতে পর-পরাগায়নের সম্ভাবনা থাকেনা। নিরাপদ দূরত্ব বজায় রাখা সম্ভব না হলে বীজ ফসলের চারদিকে বর্ডার লাইন হিসেবে একই ফসলের অতিরিক্ত চাষ করতে হয়
জহিরের রগিং করার কারণঃ
বীজের জাতের বিশুদ্ধতা রক্ষার জন্য রগিং করতে হয়। রগিং অর্থ হচ্ছে আনাকাঙ্কিত বীজের গাছ ছাড়া আগাছাসহ অন্য যে কোনাে অনাকাঙ্কিত গাছ জমি থেকে শিকড়সহ তুলে ফেলা। ফুল আসার আগেই অনাকাঙ্কিত গাছ রগিং করা ভালাে। তাই জহির রগিং করেছেন।
ভালাে ফসল উৎপাদনের জন্য জহিরের ব্যবহারকৃত বীজঃ
ভালাে ফসল উৎপাদনের জন্য জহির প্রত্যয়িত বীজ ব্যবহার করবেন। কারণ কৃষকের প্রত্যয়িত বীজ ছাড়া অন্য কোন বীজ ব্যবহার করা উচিত নয়। জহির যদি ফসল উৎপাদনের প্রত্য়িত বীজ ছাড়া সারহীন বীজ ব্যবহার করে তবে ফসল ভালাে না হওয়ার আশঙ্কা বেশি থাকে। অনেক পরীক্ষা-নিরীক্ষার পরই বিশেষজ্ঞরা প্রত্য়িত বীজ ব্যবহারের অনুমােদন প্রদান করেন। এজন্যই জহির প্রত্যয়িত বীজ ব্যবহার করবেন।
মৌল ও ভিত্তি বীজের পার্থক্য কী ?
মৌল বীজ | ভিত্তি বীজ |
মৌল বীজ গবেষণা প্রতিষ্ঠানে উৎপাদিত হয়। | ভিত্তি বীজ বীজ উৎপাদনকারী প্রতিষ্ঠানের খামারে উৎপাদিত হয়। |
উদ্ভিদ প্রজন্ম বিজ্ঞানীদের নিবিড় তত্ত্বাবধানে এ বীজ উৎপাদিত হয়। | অন্যদিকে ভিত্তি বীজ বীজ অনুমোদন সংস্থার নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত হয় |
মৌল বীজ সাধারণত প্রাকৃতিক ভাবে উৎপাদন করা হয়। | আর ভিত্তি বীজ মৌল বীজ থেকে উৎপাদন করা হয়। |