ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ৩য় সপ্তাহ প্রিয় শিক্ষার্থী আপনি যদি ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ সন্ধান করছেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন। আপনাদের সুবিধার্থে। ষষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর প্রকাশ করেছি। আপনি আপনার শ্রেণির অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সমাধান গুলিও দেখতে পারেন।
ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেখার ফলে আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা আপনার পক্ষে সুবিধাজনক হবে। ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণির ৩য় সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্ট এসাইনমেন্টের সমাধান আমরা প্রতিটি বিষয় ধাপে ধাপে এখানে প্রকাশ করেছি।
তাই আপনার শ্রেণীর সমস্ত বিষয়ের উত্তর সংগ্রহ করতে পারবেন। নীচে আপনার অ্যাসাইনমেন্টের উত্তর দেওয়া হলো ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২। যতটা সম্ভব হুবহু কপি না করে কিছুটা নিজের ভাষায় লিখলে সম্পূর্ণ নম্বর পাওয়া সম্ভব হলে আমাদের আশা।
প্রিয় শিক্ষার্থী আপনি যদি ৩য় সপ্তাহের ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণির বাংলা উত্তর/সমাধান সন্ধান করছেন, আমরা আপনাদের জন্য বিশেষজ্ঞের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম বাংলা উত্তর প্রকাশ করার চেষ্টা করেছি আপনার বাংলা অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে, নিচের নমুনা উত্তর আপনাকে আপনার অ্যাসাইনমেন্ট লেখার অনেক সহায়তা করবে।
class 6 Bangla assignment answer 2022 3rd week
ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণির বাংলা এসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আমাদের এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি বাংলা এসাইনমেন্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চান, তাহলে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালভাবে পড়ুন। তাহলে আশা করা যায় ষষ্ঠ বাংলা এসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আপনি আমাদের এই পোস্টটি থেকে জানতে পারবেন।
প্রিয় শিক্ষার্থী যেহেতু প্রত্যেকে তোমাদের নির্ধারিত অ্যাসাইনমেন্ট তোমাদের বিদ্যালয়ে জমা দিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে হবে। সেজন্য ক্লাস ষষ্ঠ শ্রেনীর শিক্ষার্থীদের জন্য এই অ্যাসাইনমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ষষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২
শিক্ষার্থীরা সবসময় ইন্টারনেটে দেওয়া উত্তরটি হুবহু লেখে শিক্ষকের নিকট জমা দেন। এভাবে উত্তর জমা দেওয়া মোটেও ভাল কাজ নয়। আপনারা অবশ্যই আমাদের দেওয়া উত্তরটি ভালোভাবে পড়ে নিজের মতো করে ধারনা নিয়ে তারপরে লিখে তার শিক্ষকের নিকট জমা দিন।
এতে করে আপনি সম্পূর্ণ নম্বর পাওয়ার যোগ্যতা অর্জন করবেন। আশা করি পরবর্তী সপ্তাহ থেকে আমাদের নির্দেশনাগুলো মেনে ভালো নম্বর পাওয়ার লক্ষ্যে আমাদের ওয়েবসাইটের উত্তরটি দেখে নিজের মতো করে লিখবেন এবং সম্পূর্ণ নাম্বার পাওয়ার পর আমাদেরকে কমেন্ট করে জানাবেন।
ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২
বিজ্ঞপ্তি প্রকাশ | ২০ ফেব্রুয়ারি ২০২২ |
শ্রেণি | ষষ্ঠ-৬ষ্ঠ |
বিষয় | বাংলা |
সপ্তাহ | ৩য় |
সাল | ২০২২ |
অফিসিয়াল ওয়েবসাইট | www.dshe.gov.bd |
অ্যাসাইনমেন্ট উত্তর পেতে | https://chakrirdak.xyz/ |
ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট ২০২২ | ৩য় সপ্তাহ
class 6 Bangla assignment answer 2022 3rd week
ষষ্ঠ-৬ষ্ঠ শ্রেণি বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ | ৩য় সপ্তাহ
ক) নিচে সাধু ও চলিত ভাষার পার্থক্য আলোচনা করা হলোঃ
সাধু ভাষা | চলতি ভাষা |
---|---|
যে ভাষা রীতিতে ক্রিয়া ও সর্বনাম পদ পূর্ণরূপে বিদ্যমান থাকে তাকে সাধুভাষা বলে। | যে ভাষায় ক্রিয়াপদ ও সর্বনাম পদ ছোট সন্ধি ও সমাস যুক্ত পদ প্রায় নেই বললে বলে তাকে চলিত ভাষা বলে। |
তৎসম বা সংস্কৃত শব্দের ব্যবহার বেশি। | তদ্ভব ও দেশি – বিদেশি শব্দের ব্যবহার বেশি। |
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার দীর্ঘায়িত রূপ ব্যবহার হয় । যেমন- করিতেছে , যাইতেছে , চলিতেছে (সমাপিকা ক্রিয়া) ইত্যাদি ।
খাইয়া , ধরিয়া , যাইয়া (অসমাপিকা ক্রিয়া) ইত্যাদি। |
সমাপিকা ও অসমাপিকা ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপের ব্যবহার । যেমন করছে , চলছে , যাচ্ছে (সমাপিকা ক্রিয়া) ইত্যাদি ।
খেয়ে , ধরে , যেয়ে (অসমাপিকা ক্রিয়া) ইত্যাদি । |
সর্বনাম পদের পূর্ণরূপ ব্যবহার করা হয় ।
যেমনঃ তাহার , যাহার , ইহা , উহা ইত্যাদি । |
সর্বমান পদের সংক্ষিপ্ত রূপ ব্যবহার করা হয় ।
যেমনঃ তার , যার , এ , ও ইত্যাদি। |
খ) “ সততার পুরস্কার ” গল্প থেকে দশটি বাক্য লিখে চলিত ভাষায় রূপান্তর ।
গ) লিখিত দশটি বাক্য থেকে সাধু ও চলতি ভাষার সর্বনামের পার্থক্য ছকে দেখানো হলোঃ-
সাধু ভাষা | চলতি ভাষা |
---|---|
তাহার | তার |
তাহাকে | তাকে |
তাহাদের | তাদের |
কাহারো | কারো |
ইহার | এর |
ইহাতে | এতে |
ঘ) লিখিত দশটি বাক্য থেকে সাধুভাষা ও চলিতভাষার ক্রিয়ার পার্থক্য ছেকে দেখানো হলেঃ-
সাধু ভাষা | চলতি ভাষা |
---|---|
চাহিলেন | চাইলেন |
বলিলেন | বললেন |
ফুরাইয়া | ফুরিয়ে |
দিয়াছেন | দিছেন |
খুলিবে | খুলবে |
হইয়াছেন | হয়েছেন |