সাধারণ আনসার ভিডিপি নিয়োগ বিজ্ঞপ্তি ২০২১ সাধারণ আনসার নিয়োগ ২০২১ সার্কুলার তাছাড়া আপনি অঙ্গীভূত আনসার হিসেবে নিরাপত্তা সেবায় অংশগ্রহণের সুযোগ পেতে পারেন । আপনি আগ্রহী যোগ্য প্রার্থী হলে অনলাইনে আবেদন করবেন এবং আপনাকে বাছাইয়ের জন্য নির্ধারিত স্থান ও তারিখের সময়সূচি অনুযায়ী বাছাই কমিটির নিকট উপস্থিত হতে হবে। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের ১০ সপ্তাহ মেয়াদী সাধারণ আনসার মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। উক্ত প্রশিক্ষণ কোর্স পূর্ণ মেয়াদে আনসার ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে পরিচালিত হবে।
আনসার ভিডিপি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি 2021
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিক্ষা বাহিনীর সুশল , দক্ষ ও কমঠ ব্যাটালিয়ন আনসার সদস্যগন পার্বত্য চট্টহাম এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর সাথে আপারেশন উত্তরণ এবং সমতল এলাকায় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা বিধানসহ অন্যান্য বাহিনীর আইন – শৃঙ্খলা রক্ষায় নিয়ােজিত থাকে। বাহিনীর ৩৫০ টি অস্থায়ী ব্যাটালিয়ন আনসারের শূন্য পদ ( শুধুমাত্র পুরুষ ) পূরণের লক্ষ্যে আগ্রহী বাংলাদেশী পুরুষ প্রার্থীদের নিকট থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে।
Bangladesh Ansar VDP Job Circular 2021
উচ্চতা সর্বনিম্ন ৫ ফুট ৪ ইঞ্চি বুকের মাপ ৩০/৩২ ইঞ্চি
শক্তি – ৬/৬ কোন দুরারোগ্য ব্যাধি থাকলে প্রার্থীকে লাথমিক বাছাই এ নির্বাচন করা হবে না।
- 1. লিঙ্গঃ পুরুষ
- 2. ১৮ হতে ৩০ বছর ২৫/১০/২০২১ খ্রিষ্টাব্দে ন্যূনতম বয়স ১৮ বছর এবং ০৬/১১/২০২১ খ্রিষ্টাব্দে সর্বোচ্চ বয়স
- 3. সর্বনিম্ন উচ্চতা: ৫ ফুট এবং ৪ ইঞ্চি
- 4. সর্বনিম্ন বুকের মাপ (স্বাভাবিক-সম্প্রসারিত) 30-32inch
বিস্তারিত দেখতে ক্লিক করুন
শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম JSC/সমমান পাশ।
বেতন ও সুযোগ সুবিধা: প্রশিক্ষণ শেষে অঙ্গীভূত হলে মাসিক ১৩,০৫০/ টাকা (সমতল এলাকায়) এবং ১৪,২০০/ টাকা (পার্বত্য এলাকায়) ভাতা প্রাপ্য হবেন।
৯,৭৫০/- টাকা হারে বছরে ২টি উৎসব ভাতা।
দুই ইউনিট রেশন ভর্তূকি মূল্যে প্রদান করা হবে।
কর্তব্য অবস্থায় মৃত্যুবরণ করলে ৫ লাখ টাকা এবং স্থায়ী পঙ্গুত্ব বরণ করলে ২ লাখ টাকা আর্থিক সহায়তা।
অন-লাইন রেজিস্ট্রেশন পদ্ধতিঃ ইউনিয়ন ডিজিটাল সেন্টার (UDC) অথবা যে কোন অন লাইন সুবিধা সম্পন্ন কম্পিউটার থেকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েব সাইট (www.ansarvdp.gov.bd) এ সাধারণ আনসার (পুরুষ) মৌলিক প্রশিক্ষণের আবেদন’ লিংকে ক্লিক করে আবেদনপত্র পূরণ করে দাখিল করা যাবে। উক্ত লিংকটি ২৫/১০/২০২১ খ্রিঃ রাত ১২ ঘটিকা হতে ০৬/১১/২০২১ রাত ১১.৫৯ মিনিট পর্যন্ত সক্রিয় থাকবে। টাকা জমাদানের শেষ সময় ০৬/১১/২০২১ খ্রিয় সন্ধ্যা ০৬.০০ ঘটিকা পর্যন্ত।
বিস্তারিত দেখতে ক্লিক করুন