৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ | Class 7 science assignment 5th week 2022: ৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ সন্ধান করছেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন।
৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর প্রকাশ করেছি। আপনি আপনার শ্রেণির অ্যাসাইনমেন্টের প্রশ্ন এবং সমাধান গুলিও দেখতে পারেন।
৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ | Class 7 science assignment 5th week 2022
অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর দেখার ফলে আপনাদের অ্যাসাইনমেন্ট তৈরি করা আপনার পক্ষে সুবিধাজনক হবে। প্রিয় শিক্ষার্থী, আপনি যদি ৫ম সপ্তাহ ৭ম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান সন্ধান করছেন, আমরা আপনাদের জন্য বিশেষজ্ঞের সহায়তায় আমরা শিক্ষার্থীদের জন্য সর্বোত্তম গনিত উত্তর প্রকাশ করার চেষ্টা করেছি আপনার বিজ্ঞান অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে, নিচের নমুনা উত্তর আপনাকে আপনার অ্যাসাইনমেন্ট লেখার অনেক সহায়তা করবে।
৭ম শ্রেণি বিজ্ঞান অ্যাসাইনমেন্ট সমাধান ২০২২
সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট বিজ্ঞান ৫ম সপ্তাহের
২০২২ সালের ৮ম শ্রেণি ৫ম সপ্তাহের গনিত অ্যাসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আমাদের এখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। আপনি যদি গনিত এসাইনমেন্ট সম্পর্কিত কোন তথ্য জানতে চান, তাহলে আমাদের পোস্টটি শুরু থেকে শেষ পর্যন্ত ভালভাবে পড়ুন। তাহলে আশা করা যায় ৮ম শ্রেনি গণিত এসাইনমেন্ট সম্পর্কে সকল তথ্য আপনি আমাদের এই পোস্টটি থেকে জানতে পারবেন।
৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ | Class 8 science assignment 5th week 2022
চলুন দেখে নেওয়া যাক, ২০২২ সালের ৭ম শ্রেণি ৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এ কি কি বিষয় প্রকাশিত হয়েছে। ৫ম সপ্তাহে ৭ম শ্রেনির জন্য দুটি বিষয় প্রকাশিত হয়েছে। যথা:
১. সপ্তম শ্রেনির গনিত এসাইনমেন্ট
২. সপ্তম শ্রেনির বিজ্ঞান অ্যাসাইনমেন্ট
২০২২ সালের ৭ম শ্রেণি ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট

সপ্তম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট ২০২২ | Class 8 science assignment 5th week 2022
৫ম সপ্তাহের অ্যাসাইনমেন্ট ৭ম শ্রেণির বিজ্ঞান উত্তর
৭ম শ্রেণির ৫ম সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট উত্তর এখান থেকে শুরু
অ্যাসাইনমেন্ট শিরােনাম: রূপান্তরিত মূল ও কান্ডের গঠন ও গুরুত্ব।
ক) নং প্রশ্নের উত্তর:
উপস্থাপিত রূপান্তরিত মূল ও কান্ডের নাম: আমার বাড়িতে রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি রূপান্তরিত মূলের নাম হলাে- মুলা ও গাজর। আমার বাড়িতে রান্নায় ব্যবহৃত হয় এমন দুটি রুপান্তরিত কান্ডের নাম হলাে- গােল আলু ও পেয়াজ ।
খ) নং প্রশ্নের উত্তর:

গ) নং প্রশ্নের উত্তর
নিচে উপস্থাপিত রূপান্তরিত মূল ও কান্ডের গঠন বর্ণনা করা হলো-
দুইটি রূপান্তরিত মূলের গঠন বর্ণনা :
মুলাকৃতি মূল :
এরা খাদ্য সঞ্চয় করে তাই প্রধান মূল মােটা ও রসাল হয়। এই মূলের মধ্যভাগ মােটা কিন্তু দুই প্রান্ত ক্রমশ সরু। যেমন- মুলা।
গাজরাকৃতি মূল :
এরা খাদ্য সঞ্চয় তাই প্রধান মূলটি মােটা ও রসাল হয়। এই মূলের উপরের দিক মােটা এবং নিচের দিকে ক্রমশ সরু হয়ে যায় । যেমন- গাজর।
দুইটি রূপান্তরিত কন্দের গঠন বর্ণনা :
টিউবার বা স্ফীত কন্দ :
গােল আলু স্ফীতকন্দের উদাহরণ। স্ফীত কন্দে পর্ব, পর্বমধ্য, শঙ্কপত্র ও কাক্ষিক মুকুল থাকে ।
শল্কপত্রের কক্ষে গর্তের মতাে অংশকে ” চোখ বলে । অনুকূল ঋতুতে ” চোখ হতে কাক্ষিক মুকুল বৃদ্ধি পেয়ে নতুন উদ্ভিদের সৃষ্টি করে। খাদ্য সঞ্চয়ের জন্য স্ফীত হয়ে এরা গােলাকার রূপ ধারণ করে।
কন্দ :
পিয়াজ, রসুন ইত্যাদি উদ্ভিদের কান্ড এই প্রকারের।
এদের কান্ডটি (কন্দ) থুবই ক্ষুদ্র, গােলাকার ও উত্তল। পর্ব ও পর্বমধ্যগুলাে সংকুচিত। পুরু ও রসালাে শল্কপত্রগুলাে এমনভাবে অবস্থান করে যে কন্দটিকে দেখায় না। এ কান্ডের নিচের দিক থেকে প্রচুর অস্থানিক গুচ্ছমূল বের হয়।
ঘ) নং প্রশ্নের উত্তর
আমাদের জীবনে রুপান্তরিত মূল ও কান্ডের গুরুত্ব বর্ণনাঃ
রূপান্তরিত মূলের দুইটি গুরুত্ব :
১. আমাদের প্রয়ােজনীয় খাদ্যের প্রয়ােজন মেটায়। অর্থা এগুলাে আমরা খাদ্য হিসেবে গ্রহণ করে থাকি।
২. রূপান্তরিত মূলগুলাে অত্যন্ত পুষ্টিসম্পন্ন। অর্থাৎ শরীরে পুষ্টির যােগান দেয়।
রূপান্তরিত কান্ডের দুইটি গুরুত্ব :
১. খাদ্য হিসেবে গ্রহণ করা যায়।
২. অনেক রূপান্তরিত কান্ডই ঔষধি গুণ সম্পন্ন।