কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর ২০২১

কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর ৬ষ্ঠ শ্রেণির অ্যাসাইনমেন্ট ১৫ সপ্তাহের বিজ্ঞান উত্তর ২০২১ আজকের পোস্টে, আমি তোমাদের ষষ্ঠ,৭ম,৮ম,৯ম শ্রেণির ১৫তম সপ্তাহের এসাইনমেন্ট প্রশ্ন ও উত্তর শেয়ার করবো। ৬ষ্ঠ থেকে ৯ম ও ১০ম শ্রেণি পর্যন্ত ১৫তম সপ্তাহের এ্যাসাইনমেন্ট।

“চলমান নির্ধারিত কাজ (এসাইনমেন্ট) কার্যক্রম স্থগিত করা হয় এবং পরবর্তীতে  অগাস্ট মাসের ১১ তারিখে পূণরায় এ্যাসাইনমেন্টের কার্যক্রম শুরু করা হয়।” বিভিন্ন বিষয়ের উপর এসাইনমেন্ট গ্রহন করার প্রক্রিয়া চলতে থাকবে।

কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর

তােমার পরিবারের কায়িকশ্রম ও মেধাশ্রমের একটি তালিকা প্রস্তুত কর। এর মধ্যে কোন ধরণের শ্রমকে তুমি অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করাে? কেন?

কায়িক শ্রম হলাে মূলত শারীরিক পরিশ্রম। অর্থাৎ মানুষ তার দৈহিক শক্তি ব্যবহার করে কোনাে কার্য সম্পাদনে যে শ্রম প্রয়ােগ করে থাকে, তাকে শারীরিক বা কায়িক শ্রম বলে। যেমনঃ  রাজমিস্ত্রী মাথার ঘাম পায়ে ফেলে হাজারাে দালানকোঠা নির্মাণ করছে,

ফেরিওয়ালা নানান রকমের দ্রব্য সামগ্রী মাথায় বহন করে বাড়িতে বাড়িতে বিক্রয় করে, এছাড়াও কৃষক, জেলে, মজুর, কুলি প্রভৃতি সকলেই এরূপ কায়িক শ্রম করে থাকেন। আবার মেধাশ্রম হলাে মানসিক পরিশ্রম। মানুষ তার মেধাকে কাজে লাগিয়ে যে সকল কর্ম সম্পাদন করে থাকে, তাই হলাে মানসিক বা মেধাশ্রম। উদাহরণ হিসেবে বলা যায়ঃ ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক প্রভৃতি সকলেই মেধাশ্রম প্রয়ােগ করে থাকেন। 

আমাদের সকলের পরিবারেই কম বেশি কায়িক ও মেধাশ্রম উভয়ের উপস্থিতি লক্ষ্য করা। যায়। নিম্নে যুক্তি সহকারে কায়িকশ্রম ও মেধাশ্রম সমূহের তালিকা তুলে ধরা হলােঃ

কর্ম ও জীবনমুখী শিক্ষা ষষ্ঠ শ্রেণি ১৫ তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট এর উত্তর

এছাড়াও আরাে কিছু কর্মকান্ড সচরাচর না ঘটলেও প্রতিটি কাজ কায়িক বা মেধাশ্রম কোনাে না কোনাে এক রকম নিশ্চয়ই হবে। তাই বলা যায়, আমার পরিবারের প্রতিটি কাজই কায়িক বা মেধাশ্রম।

আমার পরিবারের সকল কাজগুলাের মধ্যে আমি মেধাশ্রম সমূহকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি। যদিও আমাদের পরিবার তথা পুরাে সমাজে কায়িক শ্রম ও মেধাশ্রম উভয়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে, তবে উভয় শ্রম বাস্তবায়নের পূর্বে পরিকল্পনা প্রনয়ণের কাজটি সম্পাদন করে মেধাশ্রম। ফলশ্রুতিতে আমি মেধাশ্রমকে অধিক গুরুত্ব দিব। আমাদের পরিবারে দুপুরে কি কি খাবার তৈরি হবে তা চিন্তা না করলে খাবার তৈরি অসম্ভব। প্রথমে চিন্তা করে তারপর খাবার তৈরি করা হয়।

একইভাবে, ডাক্তার সরাসরি রােগের নাম শুনেই ঔষধ দেন না, চিন্তা করে দেখেন কি কি ঔষধ দেওয়া উচিত। আবার বড় বড় ভবন নির্মাণে মিস্ত্রি শুধু কার্য পরিকল্পনা বাস্তবায়ন করে থাকে কিন্তু পরিকল্পনা তৈরি করে প্রকৌশলী, যা মেধাশ্রমের অন্তর্ভুক্ত। অর্থাৎ প্রতিটি কায়িক শ্রমের পেছনেও মেধাশ্রম অবদান রেখেই চলেছে। তাই সকল দিক বিবেচনায়, আমি আমার পরিবারের মেধাশ্রম সমূহকে অধিক গুরুত্বপূর্ণ বলে মনে করি।

6 kormo o jibonmukhi shikkha assignment answer 2021 15th week

Check Also

সপ্তম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২

সপ্তম শ্রেণির ৫ম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট উত্তর ২০২২ প্রিয় শিক্ষার্থী  আপনি যদি ৫ম সপ্তাহের সপ্তম …