৮ম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট উত্তর | ৫ম সপ্তাহ
এই পোস্ট অনুসরণ করে তোমরা ২০২১ সালের 8ম শ্রেণি ৫ম সাপ্তাহের কর্ম ও জীবনমূখী শিক্ষা বিষয়ের সমাধান সুন্দরভাবে লিখতে পারবে।
অষ্টম শ্রেণি কর্ম ও জীবনমুখী শিক্ষা এসাইনমেন্ট উত্তর
উত্তর:
মেধাশ্রমঃ যে সকল কাজ করতে মেধা বা চিন্তা শক্তির প্রয়োজন হয় তাঁকে মেধাশ্রম বলা হয়। অর্থাৎ কোন কাজ সম্পাদন করার পূর্বে কাজটি কেন করা হবে, কীভাবে করা হবে, কতদিন সময় লাগতে পারে ইত্যাদি বিষয়নিয়ে চিন্তা করাকে মেধাশ্রম বলে।
কায়িকশ্রমঃ যে সকল কাজে শারীরিক শক্তির বা বল প্রয়োগের প্রয়োজন হয় তাঁকে কায়িকশ্রম বলে। কায়িকশ্রমে শারীরিক শক্তিকে বেশি গুরুত্ব দেওয়া হয়।
প্রশ্নে উল্লেখিত চারটি কাজ কোনটি কায়িক শ্রম ও কেনটি মেধাশ্রম এবং কেন তা ব্যাখ্যা করা হলঃ
ক) বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা পড়ালেখা করছেঃ
এটি মেধাশ্রম। কারণ বিদ্যালয়ের পাঠাগারে শিক্ষার্থীরা তাদের মেধাশক্তিকে কাজে লাগিয়ে নিজ নিজ পাঠে মনোযোগ দিচ্ছে। এতে তাদের শারীরিক শ্রম দিতে হচ্ছে না।
খ) শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করছেঃ
এটি কায়িকশ্রম। কারণ শিক্ষার্থীরা শ্রেণিকক্ষ পরিষ্কার করতে গিয়ে তাদের শারীরিক শক্তিকে কাজে লাগাচ্ছে। এতে তাদের শক্তি ব্যয় করতে হচ্ছে।
গ) শ্রেণিতে শিক্ষক পাঠদান করছেঃ
এটি মেধাশ্রম। কারণ শিক্ষক তাঁর নিজ মেধাকে কাজে লাগিয়ে শ্রেণিতে শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন। একজন শিক্ষক পাঠদানকালে চিন্তা করেন কীভাবে পাঠ উপস্থাপন করলে শিক্ষার্থীরা সহজভাবে তা বুঝতে পারবে।
ঘ) শিক্ষক বই বিতরণ করছেনঃ
এটি কায়িকশ্রম। কারণ বই বিতরণ করার সময় শিক্ষকে তাঁর নিজ শক্তি বা বল প্রয়োগ করতে হচ্ছে।
এই ছিল অষ্টম শ্রেণি পঞ্চম সপ্তাহ কর্ম ও জীবনমুখী শিক্ষা অ্যাসাইনমেন্ট ২০২১ সমাধান।
জানতেচাই ডট কম (ইংরেজি: janteci.com) ওয়েবসাইট হল বাংলাদেশের সেরা এবং অন্যতম বাংলা চাকরি ব্লগ। যেখানে সকল ধরনের চাকরির তথ্য ও বিস্তারিত বাংলায় হালনাগাদ করা হয়।